• July 27, 2024

ই-নথিতে মানিকছড়ি উপজেলা দেশসেরায় পঞ্চম

আবদুল মান্নান,মানিকছড়ি: ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নে তৃণমুলে চলছে নানাবিধ কার্যক্রম। আর এর অংশ হিসেবে পার্বত্য জনপদ মানিকছড়ির অফিসপাড়ায় পুরোদমে চলছে কাজ। উপজেলা নির্বাহী অফিসের যাবতীয় কার্যক্রম চলছে এখন ই-নথিতে। ফলে ই-নথিতে দেশের পঞ্চম উপজেলা এখন মানিকছড়ি।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তৃণমূলে নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে অন্যান্য স্থানের ন্যায় পার্বত্য এ জনপদও ডিজিটালের আওতায় আনতে কাজ করছে প্রশাসন। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উদ্দিন মুরাদ গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রথমে অফিসিয়াল কার্যক্রমে ডিজিটালের ছোঁয়া লাগাতে তৎপরতা শুরু করেন। গত ডিসেম্বর মাসের শুরুতে একটি বিশেষ সফটওয়ারের মাধ্যমে সম্পূর্ণ ইলেকট্রনিক্যালি পদ্ধতিতে ই-নথিতে অফিসিয়াল ফাইল-পত্র আদান-প্রদান করছেন। সে সময় ই-নথিতে মানিকছড়ি উপজেলার অবস্থান ছিল ৪৯০তম। আর বর্তমানে এ উপজেলার অবস্থান সারাদেশে পঞ্চম। ই-নথিতে কার্যক্রমের প্রথম দিকে অফিস স্টাফ ও কর্মকর্তাদের রাত-দিন কঠোর পরিশ্রমের ফলে দ্রুত সময়ে দেশের অন্যান্য উপজেলাকে টপকিয়ে এগিয়ে আসতে থাকে মানিকছড়ি উপজেলা। যার ফলে এ উপজেলার প্রায় শতভাগ কাজ পেপারলেস ই-নথিতে সম্পন্ন হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উদ্দিন মুরাদ অফিসিয়াল ফেইস বুক ফেইজে তিনি উল্লেখ করেন, অফিসিয়াল কার্যক্রম ই-নথিতে করার লক্ষে প্রয়োজনীয় কম্পিউটারসহ দ্রুত সময়ে অর্থ বরাদ্দের জন্য জন প্রশাসন মন্ত্রণায়ল প্রতি কৃতজ্ঞ। অচিরেই উপজেলার সকল অফিসে এ কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফলে বাস্তবিক অর্থেই উপজেলার সকল অফিস পেপারলেস প্রকৃত ডিজিটাল অফিসে রুপান্তর হবে মানিকছড়ি উপজেলা পরিষদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post