• November 13, 2024

ঈদ উপলক্ষে মহালছড়ি জোনে ঈদ শুভেচ্ছা

মহালছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের আয়োজন করেছে মহালছড়ি সেনা জোন। ১২ আগষ্ট সোমবার দুপুর সাড়ে ১২ টায় জোন সদরে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান, পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, মহালছড়ি ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, প্রবীণ শিক্ষাবীদ শাহাজান পাটোয়ারী। এছাড়া স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রীতিভোজ অনুষ্ঠানে জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন, সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জোনের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এই ঈদের আনন্দ সবাই যাতে উপভোগ করতে পারে এবং কেউ যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post