ঈদ উপলক্ষে ৪০ বিজিবির মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে (৪০ বিজিবি) পলাশপুর জোনের স্থানীয়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় শুক্রবার বিকালে জোন সদরে অসহায় অনন্ত ২ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, পিয়াজ, আলু, চিনি, গুড়া দুধ, সেমাই, লবন ও তেল’সহ বেশ কিছু ঈদ সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।
এ সময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ আলতাফ হোসেন, প্রধান সহকারী মোঃ আইয়ু্বুল ইসলাম’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।