• February 19, 2025

উগ্রপন্থী হিদুত্ববাদী ‘ইসকন’ নিষিদ্ধ ঘোষণা করতে হবে- জুনায়েদ বাবুনগরী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ট ধর্ম এবং এ ধর্মকেই আল্লাহ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন; অন্য কোন ধর্মকে নয়।

এ ধর্মকে নিয়ে আজ তামাশা করা হচ্ছে। বলা হচ্ছে ‘ধর্ম যার যার; উৎসব সবার’। এটা কোন মুসলমান বলতে পারে না। বললে সে মুসলমান থাকতে পারে না। এ ধরণের আস্কারা পাওয়ার পর আজ দেশে ইসলামের শত্রুরা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ এবং চ্যালেঞ্জ শুরু করেছে। উগ্রপন্থী হিদুত্ববাদী সংগঠন দেশে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। যারা চায় উপমহাদেশে হিন্দুত্ববাদ ছাড়া অন্য কোন ধর্ম থাকতে পারবে না। তারা সম্প্রতি চট্টগ্রাম শহরের এক বিদ্যালয়ে মুসলিম ছাত্র-ছাত্রীদেরকে ‘প্রসাদ’ খেতে বাধ্য করেছে। এমনকি ‘বিছমিল্লাহ’ শব্দও বলতে নিষেধাজ্ঞা দিয়েছে। এভাবে পুরো দেশে ‘ইসকন’ নামক হিন্দুত্ববাদী সংগঠনটি বেপরোয়া কার্যক্রম চালাচ্ছে। তাই আজকে দাবী জানাচ্ছি- অবিলম্বে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

তিনি বাদ জুমা ফটিকছড়ি’র ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান ‘আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা’র ৯৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসার মুহতামিম ও দেশের দ্বিতীয় বয়োজেষ্ট আলেমেদ্বীন আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, প্রখ্যাত ওয়ায়েজিন আল্লামা জুনায়েদ আল হাবিব। আল্লামা হারুন আজিজী নদভী, মুফতি ইকবাল আজিমপুরী ও মাওলানা আবু মাখনুন মোহাম্মদ বাবুনগরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নাজিরহাট মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিছ, বাবুনগরের শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান, পটিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা লোকমান হাকিম, আল্লামা আব্দুল বাসেত খান, আল্লামা মামুনুল হক, আল্লামা এমাদুল্লাহ নানুপুরী, মুফতি শাখাওয়াত হোসাইন প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post