• January 22, 2025

উদ্বুদ্ধকরণ কর্মশালা

 উদ্বুদ্ধকরণ কর্মশালা
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: দেশের ৬৪ জেলার তিনশত উপজেলার ১৫০০০ মাধ্যমিক স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের  নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংগঠনদের (লাইব্রেরিয়ান)নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহানা মোস্তফার সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। পাঠাভ্যাস কর্মসূচীর লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাঠাভ্যাস কর্মসূচীর ম্যানেজার মো. মাহাবুব হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবণ কুমার পোদ্দার। এতে মানিকছড়ি উপজেলার ১১টি  স্কুল -মাদরাসা এবং লক্ষ্মীছড়ি উপজেলার  ৫টি স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠকেরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post