উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় লক্ষ্মীছড়িতে আনন্দ র‌্যালি

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্বল্পোন্নত দেশের স্টাটাস উত্তোরণ করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জণকে স্বাগত জানিয়ে আ

মানিকছড়িতে কারিতাসের এগ্রো-ইকোলজি ফোরামের সভা
মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ে জেএসসি’র নতুন কেন্দ্র অনুমোদন
২১ আগস্ট স্মরণে খাগড়াছড়িতে ছাত্রলীগের স্মরণ সভা

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্বল্পোন্নত দেশের স্টাটাস উত্তোরণ করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জণকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি করা হয়েছে।

র‌্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী অংশ নেয়।

উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল এর নেতৃত্বে র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।