• December 13, 2024

মানিকছড়ি উপজেলা নির্বাচনে ২টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপ নির্বাচন ১৮ মার্চ। ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ যুবলীগ নেতাসহ ৩ জন তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রির্টানিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচন আগামী ১৮ মার্চ। ফলে ২৭ ফেব্রুয়ারী ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ কার্যদিবস। ফলে গত সপ্তাহ ব্যাপি উপজেলার সর্বত্র জল্পনা-কল্পনা ছিল ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়নপত্র বৈধ হওয়া ৩যুবলীগ নেতাসহ ৪ প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত কারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ২৭ ফেব্রুয়ারী বিকাল পর্যন্ত মহিলা পদে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ যুবলীগ নেতা উপজেলা যুবলীগ সহসভাপতি ও বিশিষ্ঠ ঠিকাদার মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও মেমোরি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলের পরিচালক এবং বিশিষ্ঠ ঠিকাদার মো. জাহেদুল আলম মাসুদ এবং উপজেলা আনসার ও ভিডিপি’র পিসি মো.নাছির উদ্দীনসহ ৩জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

ফলে উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল। অপরদিকে ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার,সাবেক সংরক্ষিত ইউপি সদস্য শিউলি বেগম,সাবেক সংরক্ষিত ইউপি মহিলা সদস্য ও উপজাতি নেত্রী ডলি চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডা.খান মকবুল আহম্মদ এর কনিষ্ঠ কন্যা নুরজাহান আফরিন লাকি।

ফলে আগামী ১৮ মার্চ মানিকছড়িতে শুধু ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন ও সহকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post