• October 7, 2024

রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে আওয়ামীলীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ সহসভাপতি ও প্রয়াত আওয়ামীলীগ নেতা বদিউল আলম তালুকদারের স্ত্রী মনোয়ারা বেগম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা জহির আহমদ চৌধুরী, ছাদেকুন নূর সিকদার, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, অর্থ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম, রহিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা যুবলীগ সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক নিলু আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, পৌরসভা কৃষকলীগ সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৮ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post