উৎসব পার্বনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে দেশ এগিয়ে যাবে- ব্রি. জে. এ কে এম সাজেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই উৎসব পার্বনে পার্বত্যাঞ্চলের সকল ধর্মের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে ২৪ আর্টিলালী ব্রিগেড়ের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই উৎসবটি শান্তিপূর্ণ ভাবে শেষ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
১৭ অক্টোবর বুধবার দুপুরে গুইমারাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার। এসময় পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা সদস্যদের সতর্ক থেকে উৎসব সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। শারদীয় উৎসবে পদস্থ কর্মকর্তাদের সাথে উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন রিজিয়ন কমান্ডার।
এসময় অন্যান্যের মধ্যে রিজিয়ন কমান্ডারের পরিবারসহ উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ র্কণেল রুবায়েত মাহমুদ হাসিব, রিজিয়িনের জি-টু আই মেজর মোঃ মঈনুল আলম, ডিকিউ মেজর নাফিদাত হোসাইন, গুইমারা উপজেলা র্নিবাহী র্কমর্কতা পঙ্কজ বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।