• March 28, 2025

উৎসব পালনে বাঘাইহাট সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

 উৎসব পালনে বাঘাইহাট সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

মো: আল আমিন, দীঘিনালা: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিঝু বা বৈসাবি উৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেন, বাঘাইহাট জোনের (৬ ইষ্ট বেঙ্গল) জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি।

সোমবার দুপুরে জোন সদরে উপজেলার উজোনী যুব শিল্পী গোষ্ঠীর সভাপতি সুভতম চাকমা ও  সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটির সভাপতি খুশিরাম ত্রিপুরা কে আর্থিক অনুদান প্রদান করেন।

সহায়তা পাওয়া উজোনী যুব শিল্পী গোষ্ঠীর সভাপতি সুভতম চাকমা জানান, আমাদের পাহাড়ে সবচেয়ে বড় উৎসব বিঝু বা বৈসাবি এই সময়ে আমাদের সংগঠনে পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। আমি উনাদের ধন্যবাদ জানাই।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post