উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি পালিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা শহরে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২ ডিসেম্বর সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই উল্লেখ করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ইতিমধ্যে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট ধারাসমুহ শীঘ্রই বাস্তবায়ন হবে। দুই দশকের সংঘাত শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফসল পার্বত্য শান্তি চুক্তির সুফল ভোগ করছে তিন পার্বত্য জেলার সকল সাধারণ মানুষ
শান্তিচুক্তির ২২বছর পুর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে ‘বাইশটি স্মারক বৃক্ষরোপন’ করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়েজুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআই‘র ডেট কমান্ডার কর্নেল নাজিম উদ্দিন, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলমসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন।
এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শান্তি চুক্তি দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সহ আমন্ত্রিত অতিথিগণ। শান্তি চুক্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ্রগহণে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা।
একইদিন বিকালের দিকে ঐতিহাসিক শান্তি চুক্তি পরবর্তী অস্ত্র সমর্পন অনুষ্ঠানস্থল খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্প্রীতি কনসার্টের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা শিল্পীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন, আতশবাজি ছাড়াও ফানুস উড়ানো হয় রাতের আকাশে।