• December 10, 2024

উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে মনোনয়নপত্র দাখিল

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (বুধবার ২৮শে নভেম্বর) ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিভিন্ন দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সকাল সাড়ে ১১টায় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের হাতে প্রথম মনোনয়নপত্র দাখিল করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রমূখ। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আ’লীগের মেয়াদ কালে খাগড়াছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। খাগড়াছড়ির আসনটি শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। ’

এরপর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ সোলেয়মান আলম শেঠ জেলা রির্টানিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জাপা‘র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী খোরশেদ আলম, জাপা‘র জেলা কমিটির আহ্বয়ক অমৃত লাল ত্রিপুরাসহ দলটি জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির প্রার্থী মোঃ সোলেয়মান আলম শেঠ বলেন, খাগড়াছড়ি জাতীয় পার্টির দূর্গ। এখানকার মৌলিক অবকাঠামোগত উন্নয়ন পল্লী বন্ধু এরশাদের হাত ধরে শুরু হয়েছে। প্রত্যাশা করছি এই আসনে লাঙ্হল বিজয়ী হবে।

দুপুরের দিকে রির্টানিং কর্মকর্তার কাছে জেলা বিএনপি‘র যুগ্ম-সম্পাদক ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (পদত্যাগ) মোঃ শহিদুল ইসলাম ভূইয়া (ফরহাদ) ধানের শীষ প্রতীকের মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় জেলা বিএনপি‘র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, মোঃ বেলাল হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হলে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি‘র প্রার্থী নির্বাচিত হবে। বিএনপি‘র একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া প্রশ্নে তিনি বলেন, শেষ পর্যন্ত দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত দিবে সেটাই চুড়ান্ত সিদ্ধান্ত। একই সাথে বিএনপি‘র দলীয় মনোনীত প্রার্থীর হিসেবে সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন, জেলা বিএনপি‘র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার প্রমুখ। এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টুসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ দিকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সচিব চাকমা ও নতুন কুমার চাকমা বিকেল ৩টায় ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা ও নতুন কুমার চাকমা‘র পক্ষে সমর্থকরা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আঃ জব্বার মনোনয়নপত্র জমা দাখিল করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post