• November 6, 2024

ঋণ খেলাপীর দায়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবুল হক’র প্রার্থীতা বাতিল ঘোঘণা

ফটিকছড়ি প্রতিনিধি: ঋণ খেলাপের দায়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবুল হক’র প্রার্থীতা স্থগিত(বাতিল) করেছে নির্বাচন কমিশন।

রোববার বিকাল ৫ টা ২০ মিনিটে টায় ফটিকছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা সামশুল হক ফৌজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এর ক্রেডিট ব্যুরো থেকে পাঠানো চিঠি মোতাবেক ওনি ঋণখেলাপী। ঋণ খেলাপের দায়ে ওনার প্রার্থীতা স্থগিত করা হয়েছে। তফসীল অনুযায়ী আগামীকাল সোমবার (৫ মার্চ) বিকাল ৫ টার মধ্যে ওনি  উপযুক্ত প্রমাণাদি পেশ করতে না পারলে প্রার্থীতা বাতিল হবে।’

এ ব্যাপারে মজিবুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘উচ্চ আদালতে এ সংক্রান্ত সমস্যার একটি নিষ্পত্তি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় আপীল করায় জঠিলতার সৃষ্টি হয়। আশা করছি, প্রয়োজনীয় প্রমাণাদি পেশ করে প্রার্থীতা ফিরে পাবো।’

উল্লেখ্য, নাজিরহাট পৌরসভা নির্বাচনের তফসীল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই এর  আজ ছিলো প্রথম দিন। আগামীকাল সোমবার বিকাল ৫ টায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় শেষ হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post