এক দিনের ব্যবধানে সেনাবাহিনী কর্তৃক আবারও অস্ত্র উদ্ধার খাগড়াছড়িতে
স্টাফ রিপোর্টার: জেলার সদর উপজেলার পেরাছড়া এলাকায় গতকাল শনিবার দুপুর ১ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনা জোনের একটি অভিযান দল।
উক্ত অভিযানে নিরাপত্তা বাহিনী উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ মূল দলের নিতু চাকমা (৩৫) এবং পল্লীময় ত্রিপুরা (৩৪) নামের দুইজন সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজকে ইউএসএ কর্তৃক তৈরীকৃত দুইটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিন রাউন্ড গুলি ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ আটক করে।
আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ ডিসেম্বর রবিবার সকাল পৌনে ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলার পল্টনজয়পাড়া এলাকায় খাগড়াছড়ি সেনা জোন পুনরায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১টি ভারতীয় রাজপুত ম্যাগনাম শট গান এবং ৩০ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে। আটককৃৃৃৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।