এতিমদের প্রতি সহযোগিতা করুণা নয় , আমাদের নৈতিক দায়িত্ব
ফটিকছড়ি প্রতিনিধি: উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার নবনির্মিত স্থায়ী আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান এতিমখানা কমিটির সহসভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাÐারী ( মঃ জিঃ আঃ ) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোসাংগীরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, মোঃ কামরুল হাসান চৌধুরী, এম. মাকসুদুর রহমান হাসনু, শওকত হোসাইন, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, কাজী নিজাম উদ্দিন, মাদ্রাসা -এ-গাউসুল আযম মাইজভান্ডারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ মোঃ মোরশেদুল আমিন, কাজী মোঃ ইউসুফ, মোঃ নাছির উদ্দিন , মোরশেদুল করিম, মোকসেদুর রহমান, সাফায়েত হোসাইন,হাফেজ আবুল কালাম, হাফেজ এমরান হোসেন, শফিউল আজম চৌধুরী প্রমুখ। আনোয়ার হোসেন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতিমখানার হেফজবিভাগের নিবাসী হাফেজ মোঃ মুরাদ। নাত-এ-রাসূল (দঃ) পাঠ করেন প্রতিষ্ঠানের নিবাসী মোঃ আরমান উদ্দিন এবং মাইজভান্ডারী গজল পরিবেশন করেন মোঃ ফাহিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এতিম,অসহায় ও সুবিধাবঞ্চিত নিবাসীদের মানবসম্পদ হিসাবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটি আমাদের নৈতিক দায়িত্ব ,কোন করুণা নয়। আধুনিক সুবিধাসম্পন্ন নবনির্মিত ভবনটি নিবাসীদের আতœমর্যাদার সাথে জীবনযাপনে উৎসাহিত করবে।
আরো বক্তব্য রাখেন, সোয়েব আল সালেহীন, হাজী মোঃ সাহাব উদ্দিন। সুপার ও সচিব মুহাম্মদ নুরুল্লাহ সিকদারের পরিচালনায় মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।