এতিমদের সম্মানে খাগড়াছড়ি রিজিয়নে ইফতার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে রমজানের প্রথম দিন শুক্রবার খাগড়াছড়ি সদরের পাশ্ববর্তী এলাকায় অবস্থিত বিভিন্ন এতিমখানার অসহায় এতিমদের জন্য একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে বিভিন্ন এতিমখানার ৩’শ ছাত্র ও শিক্ষক ছাড়াও খাগড়ছড়ি সেনানিবাসের সকল ইউনিটের অধিনায়ক এবং রিজিয়নের সকল স্টাফ অফিসার ইফতারে অংশ নেন।
ইফতারের পর আমন্ত্রিতদের মধ্যে রাতের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও ওই ইফতার অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন এর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং সমগ্র পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।