এমপিও ভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে গুইমারাতে মানববন্ধন 

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

এমপিও ভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে গুইমারাতে মানববন্ধন 

মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা। ৯ মার্চ বৃহ

মসজিদ নির্মাণের আহবান ধর্মপ্রাণ মুসলিম পর্যটকদের
পানছড়িতে মহান মে দিবস পালিত
অপহৃত ৩ ব্যবসায়ী উদ্ধার না হলে ফের বৃহস্পতিবার হরতাল
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা। ৯ মার্চ বৃহস্পতিবার  সকাল সাড়ে ৮ টায় গুইমারা বাজারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জয়নুল আবেদীনসহ সহকারি শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
মানব বন্ধনকালে  শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। সব কিছুতেই উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। অথচ মানুষ গড়ার কারিগর হিসেবে খ্যাত সেই শিক্ষকদের ক্ষেত্রে কোন উন্নতি হচ্ছে না। বরং এদের এখনো ভবিষ্যতই অন্ধকার রয়ে গেছে। বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে  দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে শিক্ষক কর্মচারীদের স্বল্প বেতনে পরিবারের ভরণ পোষণ ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ যোগানো  হিমশিম খেতে হচ্ছে। অনতি বিলম্বে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে জাতীয় করণের আওতায় আনতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন বক্তারা।