এশিয়ান টিভি’র ৯ম বর্ষপূর্তি উদযাপন খাগড়াছড়িতে
খাগড়াছড়ি প্রতিনিধি: “নয় পেরিয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে এশিয়ান টিভি’র ৯(নয়)বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন‘র ৯ম বর্ষ পেরিয়ে ১০ম বর্ষে পা রেখেছে।
মঙ্গলবার (১৮জানুয়ারি) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)’র কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে এশিয়ান টেলিভিশনের ১০বর্ষ পদার্পনকে স্বাগত জানানো হয়। এ উপলক্ষে আলোচনা সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
বর্ষপূর্তি অনুষ্ঠানে চ্যানেল২৪’র জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভি’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোঃ শানে আলম, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, জাবারাং কল্যাণ সমিতি’র সেতু – এমএলই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান। এছাড়াও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদার, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিক, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মজিদসহ জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।