ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে লক্ষ্মীছড়ি থানায় কেক কেটে আনন্দ উদযাপন

 ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে লক্ষ্মীছড়ি থানায় কেক কেটে আনন্দ উদযাপন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি থানার উদ্যেগে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি  উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে।

৭ মার্চ রবিবার বিকেল ৩ টায় নবনির্মিত থানা কমপ্লেক্ম ভবনে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ ও  বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লক্ষ্মীছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন,  খাগড়াছড়ি জেলার পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন গাজি। অনুষ্ঠান সঞ্চালনা করে এসআই কামাল উদ্দিন। বক্তারা ৭মার্চের গুরুত্ব ও তাৎপর্যতুলে ধরাসহ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে পৌছানোর আহবান জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post