• February 9, 2025

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চ ভাষণ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

৭মার্চ সকালে লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপরই বঙ্গবন্ধুর প্রতিকৃর্তীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানীত সদস্য রে¤্রাচাই চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন গাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মংক্যচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ শিশির, যুুবলীগ সভাপতি মো. আবুল কালাম, মহিলা লীগের সভাপতি মোছা. কাজল আক্তার, শ্রমিক লীগের সভাপতি মো. ওহাব, ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post