ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে দুর্নীতিবাজরা দেশ শাসন করছে -চরমোনাই পীর
মো:আলমগীর হোসেন, মানিকছড়ি: ওলামা মাশায়েখ সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব মুফ্তি সৈয়দ মুহাদ্দ রেজাউল করীম চরমোনাই বলেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত না হলে, শোষিত-বঞ্চিত, মজলুম গণ-মানুষের পক্ষে ভূমিকা না রাখলে সমাজের নেতৃত্ব কোন দিনও জালেমের হাত থেকে আলেমদের হাতে আসবে না। পাহাড় সমতল সকল জেলায় জালেম দের হাতে শাষিত হবে। ৬মে রবিবার বিকাল ৪টা মানিকছড়ি উপজেলায় টাউন হলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলার ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকছড়ি উপজেলার সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন মৃধার সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যক্ষ হাফেজ মাওলানান ইউনুছ আহমাদ, আরো উপস্থিত ছিলেন মাও: মুফ্তি হাবিবুর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মদ আব্দুল জব্বার,স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আব্দুল কাদের, প্রমুখ বক্তব্য রাখেন। জেলার ওলামা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।