• January 15, 2025

ওয়াদুদ ভূইয়ার বড় ভাই মরহুম সাহাব উদ্দিন ভূইয়ার সহধর্মীনীর মৃত্যুতে শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া (ফরহাদ) এর মাতা ও জেলা বএিনপির সাবেক সদস্য, খাগড়াছড় জেলার বাস মালিক সমিতির সাবেক সভাপতি, খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো: দাউদ উল ইসলাম ভূইয়ার মাতা এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার বড় ভাই বিশিষ্ট ব্যবসাীয় মরহুম হাজী সাহাব উদ্দীন ভূইয়ার সহধর্মীণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি বিএনপি পরিবার।

খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার মনি স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিশিষ্ট ব্যবসাীয় মরহুম হাজী সাহাব উদ্দীন ভূইয়ার সহধর্মীনী রাহেলা বেগম রাগড়স্থ্য নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লøাহে ….. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরলে খাগড়াছড়ি বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে। খাগড়াছড়ি জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ গোভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রুহের মাগফেরাত কামনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post