স্টাফ রিপোর্টার: রামগড় বাজারের বিশিষ্ট ব্যাসায়ী মরহুম হাজী সাহাব উদ্দিন ভূইয়ার ৩য় ছেলে এবং খাগডাছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়
স্টাফ রিপোর্টার: রামগড় বাজারের বিশিষ্ট ব্যাসায়ী মরহুম হাজী সাহাব উদ্দিন ভূইয়ার ৩য় ছেলে এবং খাগডাছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার ভাতিজা অহিদুল ইসলাম (মুরাদ) এর মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সোমবার বিকাল ৩.৩০ মিনিটে তার বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে …. রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুর খবরে রামগড় উপজেলাসহ পুরো জেলায় বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে।
খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: আবু তালেব স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।