• June 23, 2024

ওয়াদুদ ভূইয়াসহ বিএনপির ২৬০ নেতাকর্মীর হাইকোর্টের জামিন বহাল নিম্ন আদালতে

 ওয়াদুদ ভূইয়াসহ বিএনপির ২৬০ নেতাকর্মীর হাইকোর্টের জামিন বহাল নিম্ন আদালতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ বিএনপির ২৬০  নেতাকর্মীর হাইকোর্টের জামিন বহাল নিম্ন আদালতে।

১৪ সেপ্টেম্বর বৃহম্পতিবার খাগড়াছড়ি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন।

আসামিদের পক্ষে জামিন আবেদন করেন, এডভোকেট বেদারুল ইসলাম ও এডভোকেট আব্দুল মালেক মিন্টু। এ জামিনের ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী জড়ো হয়।

জামিনপ্রাপ্ত অপর উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও জেলা কৃষকদলের সভাপতি পারদর্শ বড়ুয়া।

গত ১৮ জুলাই সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনার জেরে বিএনপি ও আ.লীগ ও বিএনপি অফিসে পাল্টা-পাল্টি হামলাসহ দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ ৫০ জন আহত হয়।

এ ঘটনায় পুলিশ বিএনপির পক্ষ থেকে দায়েরকৃত মামলা গ্রহণ না করলেও প্রায় আড়াই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পৃথক ৬টি মামলা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post