• December 13, 2024

ককটেল বিস্ফরনের ঘটনা ঘটলো খাগড়াছড়িতেও

জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম সাংবাদিকদের বলেন, পাহাড়ের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য জামায়াত-বিএনপি এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টার সময় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন তিনি।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো বলেন, রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের রাস্তার উপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহত হয়নি। তিনি বলেন, পুলিশ ঘটনার আলামত সংগ্রহ করছে। দোষীদের খুঁজে বের করা হবে।

এর আগে সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পরপর তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। একটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও অপর দুইটি পেট্রোল বোমা অবিস্ফোরিত থাকে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post