কমিউনিটি ক্লিনিকে টিকা পেয়ে খুশি মানুষ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদে করোনা টিকা কার্যক্রমের পর এখন সাধারণ মানুষের দ্বারপ্রান্তে কমিউনিটি ক্লিনিকে টিকা পেয়ে উচ্ছ্বসিত হচ্ছে তৃণমূলের টিকা গ্রহীতা সাধারণ মানুষ । সকাল থেকে টিকা পেতে নারী-পুরুষের উপচেপড়া ভীড় ছিল মানিকছড়ির ১৬টি ক্লিনিকে।
৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার আগেই উপজেলার তৃণমূল ( ওয়ার্ড পর্যায়ে) কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ টিকা পেতে নারী-পুরুষের সারি সারি লাইন দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে টিকা নিতে মানুষকে কাছ থেকে সেবা নিশ্চিত করতে কাজ করেছেন স্বাস্থ্যকর্মী ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা।
এতে সহজে টিকা পেয়েছেন গ্রামের সাধারণ নারী ও পুরুষ।
কমিউনিটি ক্লিনিকে টিকা কার্যক্রম তদারকি করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও তথ্যসেবা কর্মীরা।
টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা। এ সময় সাথে ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ( ডেন্টাল) ডা. মো. সাজ্জাদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান , বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকে টিকা পেয়েছেন ৩৪৪৫ জন নারী- পুরুষ।