• January 16, 2025

কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক : ইসি কমিশনার

ঢাকা অফিস: শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে এটা পৃথিবীর কোনো দেশেই হয় নাই, আমাদের দেশেও হবে না’ বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, সুতরাং আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে। কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক উল্লেখ করে কবিতা খানম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সাথে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের একার নয়, এটা সবার দায়িত্ব। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

১৬ নভেম্বর শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশে ব্রিফিংকালে এ মন্তব্য করেন কমিশনার।

তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে বলে কড়া নির্দেশ দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post