• February 19, 2025

করোনা সংক্রমন রোধে কঠোর অবস্থানে খাগড়াছড়ি জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ ও বের হওয়ার সড়ক জিরোমাইলে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ৭ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ নিষেধাজ্ঞা জারি করেন। শুধুমাত্র জরুরী সেবাদানকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

করোনা ভাইরাসের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কঠোর অবস্থান নিলো খাগড়াছড়ির প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া ঘোরা ফেরার দায়ে প্রতিনিয়ত করা হচ্ছে অর্থদণ্ড। জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনগণকে সচেতন করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭ থেকে সকাল ৬টা পর্যন্ত শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা দেন স্থানীয় প্রশাসন।

এমএইচ/পিআএস

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post