Homeস্লাইড নিউজশিরোনাম

করোনা দুর্যোগে পাহাড়ের মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে গুইমারা রিজিয়ন

স্টাফ রিপোর্টার: করোনা দুর্যোগে পাহাড়ের মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন। ২২ এপ্রিল ২৪ পদাতিক ডিভিশন গুইমারা রিজিয়নের উদ্যো

লক্ষ্মীছড়িতে রোববার ৪’শ ভূমিহীন পরিবার পাবে ‘স্বপ্নের ঘর’
মানিকছড়িতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সংবর্ধনা
খাগড়াছড়ির আট উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার: করোনা দুর্যোগে পাহাড়ের মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন।

২২ এপ্রিল ২৪ পদাতিক ডিভিশন গুইমারা রিজিয়নের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন শতাধিক অসহায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে ত্রাণ বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

পাহাড়ের কোন মানুষ অভুক্ত থাকবেনা জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, পার্বত্যাঞ্চলে আইন-শৃংখলা রক্ষার নিয়োজিত সেনা সদস্যরা আজ প্রত্যন্ত পল্লীতে অনাহারে থাকা মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে পাহাড় থেকে পাহাড়ে ছুটে যাচ্ছে। এ ধারা অব্যহত রেখে করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সকলের পাশ্বে থাকবে। এসময় রিজিয়নের বি.এম মেজর মোঃ এমরান হোসেন, জি.টু.আই মেজর মোঃ মঈনুল আলম, জি.থ্রি মেজর পারভেজ’সহ পদস্থ সেনা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।