• March 25, 2025

করোনা পরিস্থিতি: ত্রাণ নিয়ে ছুটে গেলেন পানছড়ির এক সাংবাদকর্মী

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: পানছড়ির হতদরিদ্রদের পাশে চাল সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সংবাদকর্মী শাহজাহান কবির সাজু।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার খেটে খাওয়া দশটি পরিবারের হাতে নিজ অর্থায়নে পাঁচ কেজি করে চাল তুলে দেন। শাহজাহান কবির সাজু দৈনিক কালের কন্ঠ পানছড়ি উপজেলা প্রতিনিধি ও পাহাড়ের আলো পত্রিকার সাহিত্য পাতা বিভাগের নিয়মিত লেখক।
এ ব্যাপারে শাহজাহান কবির সাজু বলেন, যে যার অবস্থান থেকে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সেই কথাটিকে সম্মান জানিয়ে নিজের সাধ্যমত সহায়তা নিয়ে আমার এগিয়ে আসা। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় ব্লিসিং পাউডার বিতরণ করেছেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post