করোনা প্রতিরোধে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের গণসচেতনতামূলক কর্মসূচি
এছাড়াও সমগ্র ফটিকছড়িতে বিতরণের জন্য গত সোমবার বিভিন্ন শাখা ও ইউনিটকে প্রয়োজনীয় লিফলেট, সাবান ও মাস্ক হস্তান্তর করেছে উপজেলা ছাত্রলীগ। তারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে লিফলেট পৌঁছে দিচ্ছে।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রায়হান রুপু বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশ ছাত্রলীগ। মানুষের সহযোগীতায় অগ্রভাগে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবারও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করছে ফটিকছড়ি ছাত্রলীগ। সামনে আরো ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হবে। এ সময় তাঁরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।