করোনা ভাইরাস: নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে এলাকায় খাদ্য সামগ্রী দিয়ে হাতবাড়িয়ে দিয়েছেন ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মো, আহসান উল্ল্যাহ। এতে সহযোগিতা করছেন ৪নং পৌর ওয়ার্ড আ’লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার(২৯মার্চ) দিনব্যাপী সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে নিজের নির্বাচনী ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে চাউল ৩ কেজি, ডাল ৫০০ গ্রাম, আলু ২ কেজি, ডেটল সাবান ১ পিচসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এলাকায় খাদ্যসামগ্রী বিতরন কালে ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ এ প্রতিনিদকে বলেন- করোনা ভাইরাসের কুফল ও সুফল বিষয়ে সরকার স্বাস্থ্যবিভাগ এবং স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা যথাযথ ভাবে মেনে চলার আহবান যানাচ্ছেন বলে জানান।
এ কার্যক্রমে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ধনীব্যক্তিদের সাদ্যমতে অসহায়ের পাশে দাড়ানো আহবান জানান। এদিকে নিজস্ব অর্থায়নে দূর্যোগমুহুর্তে এ ধরনে মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন ব্যক্তিস্বার্থকে ভুলে এ ধরনের কার্যক্রমে সকলকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে বলে জানান।