• February 19, 2025

করোনা ভাইরাস: গণসচেতনতার লক্ষ্যে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মহড়া

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস মোকাবিলায় গণসচেতনতার সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ মহড়া দিয়েছে।

২৬ মার্চ সকালে উপজেলা সদর, ময়ূরখীল, মগাইছড়ি ও বাইন্যাছোলা এলাকায় বিভিন্ন দোকান-পাট ও রাস্তায় জড়ো হওয়া মানুষদের ঘরমুখি কের দেয় সেনা সদস্যরা। সেই সাথে চা ও খাবারের রেস্তোরায় যেনো একের অধিক ব্যক্তি আড্ডা না দেয়- দোকান মালিকদের সেই নির্দশনাও দেয়া হয়। দোকানের ভিতর বসার চেয়ার টেবিল না রাখার পরামর্শ দেয়া হয়।

এছাড়াও হ্যান্ড মাইক ব্যবহার করে জনবসতি এলাকাগুলোতে করোনা সতর্কতামূলক বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, দুল্যাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাসির ও থানা অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির।

এসময় মাইকিং করে নিদের্শনা দেয়া হয় করোনা প্রতিরোধে সরকারি আইন মেনে চলতে হবে। কেউ যদি আইন অমান্য করে পরবর্তিতে বাধ্য হরা হবে বলে হুশিয়ার করা হয়। নিজে সচেতন হতে হবে এবং অন্য কেউ সচেতন হকে হবে। আতংকিব হবার আর গুজবে যেনো কেউ কান না দেয়।

পরে উপজেলা সদরে ভারত থেকে আসা ৩জনসহ পরিবারের আরো ২সদস্যকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ দেয়া হয়।

এদিকে যুব রেড ক্রিসেন্ট’র সদস্যরা করোনা মোকাবিলায় সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post