• February 18, 2025

করোনা মোকালায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে লোগাং জোনের মানবিক সহায়তা

 করোনা মোকালায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে লোগাং জোনের মানবিক সহায়তা
স্টাফ রিপোর্টার: করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নিরাপত্তা বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ৭ মে শুক্রবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লোগাং জোন ৩ বিজিবি’র ব্যবস্থাপনায় করোনা মহামারীতে বিশেষ সহায়তা ও আর্থিক অনুদানের অংশ হিসেবে ১ টি ভ্যানগাড়ি, ১ টি ক্যারাম বোর্ড এবং ৫ জনকে ৫ পাঁচ হাজার টাকা হারে মোট ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে লোগাং জোন ৩ বিজিবি। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় নিরাপত্তা বাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post