করোনা সংক্রমন রোধে মাস্কবিহীন ব্যাক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লক্ষ্মীছড়িতে
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ হতে ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলা ব্যাপি মাস্ক বিহীন ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়ার পর লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকৃত সহকারি কমিশনার(ভূমি) মো: জাকির হোসেন।
মঙ্গলবার সকালে উপজেলা সদর ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১১জনকে মাস্ক পরিধান না করায় প্রাথমিক সতর্কতা হিসেবে জরিমানা করে ছেড়ে দেন। এসময় ৩হাজার ৮০০টাকা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেড মো: জাকির হোসেন বলেন, করোনা মহামারি থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সচেতন হতে হবে। মাস্ক ছাড়া কেউ বের হলেই জরিমানা করা হবে। আইন অমান্যকারীদেও বিরুদ্ধে প্রয়োজনে আরো কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
উল্লেখ্য ১৬ নভেম্বর রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ফেইসবুক আইডিতে বলা হয় ‘‘আগামীকাল থেকে জেলায় মাস্ক বিহীন ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশেষ অভিযান শুরু করবে। দয়া করে মাস্ক পরিধান করুন”। এর পর থেকেই শুরু হয়েছে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান।