Homeস্লাইড নিউজশিরোনাম

কর্ণফুলী নদী থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে নিখোঁজ ভার্সিটি ছাত্র রবিন দাশ (১৯) লাশ গতকাল রোববার চন্দ্রঘোনা হাসেম খাল কর্ণফ

সাতকানিয়ায় অভিনভ কায়দায় চুরি, আতঙ্কে এলাকাবাসী
ফটিকছড়িতে ইসলামী ফ্রন্ট প্রার্থীর গাড়ীবহরে হামলা: আহত ৫
ফটিকছড়ির এমপি নজিবুল বশরসহ চট্টগ্রামের ৫ এমপি’র সম্পদ বেড়ে ৫ গুণ

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে নিখোঁজ ভার্সিটি ছাত্র রবিন দাশ (১৯) লাশ গতকাল রোববার চন্দ্রঘোনা হাসেম খাল কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী কানুনগোপাড়া ধোরলা গ্রামে নিহত ছাত্রের লাশ নেয়া হয়েছে। নিহতের পিতার নাম দিলীপ দাশ।  নানী বন্ধনা করের (৭৫) মৃত্যু হলে খবর পেয়ে রবিন দাশ বোয়ালখালী থেকে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী গ্রামে আসেন। গত শুক্রবার দাহ সম্পন্ন শেষে সকাল ১১ টায় কর্নফুলী নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

স্থানীয় ডুবুরীর দল নদীতে অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি। তিন দিনের মাথায় রোববার সকাল ৯টায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উজানে হাসেম খাল কর্ণফুলী নদী থেকে ছাত্রের লাশ ভেঁসে উঠে। রবিন গত বছর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকার জগন্নাত বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়ে ভর্তির অপেক্ষামান ছিল।