• December 12, 2024

কর্ণফুলী পেপার মিলে চোর আটক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লি: (কেপিএম) মূল্যবান যন্ত্রাংশ চুরি করার চেষ্ঠাকালে চন্দ্রঘোনা ফেরীঘাট এলাকার মো. আব্দুল সালাম (৪০), ইমন (৩০), মো. রিয়াজ উদ্দিন (২৪) নামের তিন জনকে আটক করা হয়েছে। মিল থেকে চুরি করে কারখানার বর্জ্য পরিশোধনাগার সুরঙ্গ দিয়ে গত মঙ্গলবার গভীর রাতে অভিনব কায়দায় ৫ জনের একটি চোরের দল পালানোর সময় কেপিএমের ফায়ারসার্ভিস এবং নিরাপত্তা প্রহরীরা ধাওয়া করলে দু’জন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে বলে মিল সূত্র জানায়। এ ঘটনায় গতকাল বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিলের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নুর জানান, কাপ্তাই উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের বাসভবনে সম্প্রতি চুরি মামলায় ২ মাস জেল খেটে ধৃত চোররা গত ৫ দিন আগে ছাড়া পেয়েছিল। ৫ দিনের মাথায় আবারোও শবে কদরের রাতে মিলে চোরের দল প্রবেশ করে। এরা সংঘবদ্ধ চোরের দল। কাপ্তাই ও রাঙ্গুনিয়া এলাকায় তারা সংঘবদ্ধ ভাবে চুরি করে। এ ঘটনায় মামলা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post