কর্মহীন মানুষদের হাতে পৌঁছে দিয়েছি ত্রাণ- কাউন্সিলর মোহাম্মদ আলী
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গ: দল-মত নির্বিশেষে অসহায়, কর্মহীন, দিনমজুর, ভ্যান চালক, মোটরসাইকেল ডাইভার, প্রতিবন্ধী, বয়স্ক অসহায় বিধবাসহ আজ রোজগার বন্ধ হওয়া মানুষদের পৌঁছে দিয়েছি পৌর প্রশাসন থেকে প্রাপ্ত বরাদ্ধের ২০০ পরিবারের খাদ্যসামগ্রী। এ সময় মানুষের অসহাত্বের কারণে নিজের অর্থায়নে কিনে দিয়েছি ২০ পরিবারকে খাদ্যশস্য।
স্থানীয় ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ আলী জানান, আমার এলাকায় প্রত্যেক পাড়ায় যাদেরকে দিয়েছি তাদেরকে কারো বাড়িতে এবং যেখানে গাড়ি যাচ্ছেনা সেখানে যাদেরকে দিবো সকলকে ডেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত আমি নিজেই বিতরণ করেছি। আমার ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যারা খাদ্য বন্টনে তথ্য দিয়ে ও বিতরণে পরিশ্রম করেছে ব্যক্তিগত ভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্র্রকাশ করছি।