• July 14, 2024

কাউখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আউটলেট শাখার উদ্বোধন

মোঃ কামরুল হাসান সাদ্দাম, কাউখালী: ব্যাংকিং সেবা দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কাউখালতে চালু করেছে এজেন্ট ব্যাংকি। কাউখালীবাসিকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে উদ্বোধন করা হল এব্যাংকটি। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে ব্যাংকটির এজেন্ট রফিকুল ইসলাম সভাপতিত্বে কাউখালী উপজেলা সদরে ২২১ তম আউটলেট শাখার আনুষ্টানিক কার্যক্রম উদ্বোধন করা হয় ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: এজেন্টে ব্যাংকিং ডিভিশন, প্রধান কার্যালয়ের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ব্যাংকটির উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আল আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ রাঙ্গামাটির শাখা ব্যবস্থাপক মো: গোলাম মহিউদ্দিন চৌধুরী, এজেন্টে ব্যাংকিং ডিভিশন, প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো: শাহিদুল ইসলাম প্রিন্সিপাল অফিসার, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এরশাদ সরকার, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা, কাউখালী স্থায়ী কাঠ ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি টুন্টু লাল দে প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post