কাউখালীর পথসভায় নৌকায় ভোট চাইলেন সামশু দোহা চৌধুরী
কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকের প্রচারণায় ব্যস্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সামশু দোহা চৌধুরী। প্রচারনায় অন্যান্য প্রার্থীদের থেকে বেশ এগিয়ে আছেন তিনি।
বুধবার ৬ মার্চ সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, আলোচনা সভা ও পথসভার আয়োজন করা হয়। বিকাল ৩টায় রাঙ্গীপাড়া মাদ্রাসার মাঠে মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অংচাপ্রু মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ্এরশাদ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বেলাল, যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ঘাগড়া ইয়নিয়নের সদস্য শফিকুর রহমান শরীফ প্রমূখ।
এ সময় সভার বিশেষ অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সামশু দোহা চৌধুরী বলেন আমি আপনাদের পাশে ছিলাম এখনও আছি ইনশাহ-আল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। আপনারা জানেন আমাদের আওয়ামীলীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছ। কাউখালী উজেলায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে।