• December 10, 2024

কাউখালী উপজেলা নির্বাচন মনোনয়ন পত্র জমা দিলেন যারা

কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: আগামী ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে রেখে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৮ ফেব্রুয়ারি সোমবার। নির্বাচন কমিশনের এ আইন মেনেই উপজেলা সহকারী রিটার্ন অফিসারের কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিলেন ৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থী একজন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন ফরম জমা দেন। তবে চেয়ারম্যান  পদে আরো ২জন প্রার্থী  অর্জন মনি চাকমা ও সজিব তালুকদার এবং পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আরো ২জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তাঁরা রির্টানিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।

সোমবার ১৮ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকেই উপজেলা সহকারী রিটার্ন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন প্রার্থীরা। একে একে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী সামশু দোহ চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী অংপ্রু মারমা ও শান্তিময় চাকমা (স্বতন্ত্র), মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস এবং নিংবাইউ মারমা (স্বতন্ত্র)। এ দিকে সহকারী রিটার্ন অফিসার জানিয়েছেন সকাল থেকেই প্রার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অন্যদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে সকল প্রার্থীদের কন্ঠেই মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা শোনা গেছে। মনোনয়ন পেলে সকলেই ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post