• September 8, 2024

কাপ্তাইয়ে দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালি

কাপ্তাই প্রতিনিধি: “নিয়ম মেনে অবকাঠামো গড়ি-জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর হতে শুরু হয়ে র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক সহ র‌্যালীতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post