কাপ্তাইয়ে ‘সততা ষ্টোর’ উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদরে মধ্যে সততা, ন্যায় পরায়ণতা, দেশপ্রেমে জাগ্রত করার লক্ষ্যে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় র্পযায়ে বিক্রেতাবিহীন সততা ষ্টো

আহমদ শফীর জানাজা ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
রাঙ্গুনিয়ায় বসত বাড়িতে আগুন: ৫ লক্ষ টাকা ক্ষতি
বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিওসি

কাপ্তাই প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদরে মধ্যে সততা, ন্যায় পরায়ণতা, দেশপ্রেমে জাগ্রত করার লক্ষ্যে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় র্পযায়ে বিক্রেতাবিহীন সততা ষ্টোর চালু করে দূর্নীতি দমন কমিশন। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের কার্যক্রম চালু করা হয়েছে।

মঙ্গলবার রাঙ্গামাটি জেলা দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে কাপ্তাই শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে চালু করা হলো  বিক্রেতা বিহীন সততা ষ্টোর। দুদকরে কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরের উদ্বোধন করেন। এসময় দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামান, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আকতার হোসেন, দুদকের রাঙ্গামাটি জেলার উপ পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ হানিফ উপস্থিত ছিলেন।