কাপ্তাই ও রাঙ্গুনিয়ায় বই উৎসব

শান্তি রঞ্জন চাকমা: কাপ্তাই উপজেলার বিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কর্মসূচির আলোক

রাজস্থলী উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
দুদকের মামলায় ফটিকছড়ির দাঁতমারার চেয়ারম্যান জানে আলম কারাগারে
নানুপুর উপ-নির্বাচন: নানুপুরে নৌকা মার্কার সমর্থনে মিছিল

শান্তি রঞ্জন চাকমা: কাপ্তাই উপজেলার বিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কর্মসূচির আলোকে সারা দেশের ন্যায় বিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্ত বিকাশ তংচংগ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদ সভাপতি সজীব বড়ুয়া। সহকারী শিক্ষক বুলবুলি কর্মকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অজিত কুমার তংচংগ্যা, সহকারী শিক্ষক সমীরন তংচংগ্যা, সহকারী শিক্ষক কুসমিকা তংচংগ্যা, সহকারী শিক্ষক ফিরোজা বেগম, সহকারী শিক্ষক শৈলেন খিয়াং, সহকারী শিক্ষক মার্ক খিয়াং, সহকারী শিক্ষক রুমী রানী দাশ, সহকারী শিক্ষক রওশন শরীফ তানি, সহকারী শিক্ষক অংসা প্রু মারমা প্রমুখ।

এদিকে সরকার ঘোষিত কর্মসূচির আলোকে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়ার পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম. গোলাম নুর। শিক্ষক অনজন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত বই উৎসব অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি আমিনুল হক আমিন, অভিভাবক সদস্য নিটু দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক স্মৃতি কুমার চৌধুরী, কাজি মো. আবছার উদ্দিন, মনতোষ দেব, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন তালুকদার, সুবির আচার্য প্রমুখ।

উৎসব চলাকালে বিদ্যালয় পরিদর্শনে আসেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক, ঢাকাস্থ ধর্মাজিক মহাবৌদ্ধ বিহারের মহাধ্যক্ষ ভক্তিমান শুদ্ধানন্দ মহাথের’র একান্ত সহকারি ও বিহারের দায়ক সাবেক যুগ্মসচিব বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার বড়ুয়া ও তাঁর সহধর্মীণী নন্দিতা বড়ুয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ। অতিথিরা বিদ্যালয় ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন। তারা বিদ্যালয়ের পরিবেশ ও কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।