কাপ্তাই কাঠ ব্যবসায়ী কার্যকরী কমিটি গঠন
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই : কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ৯জলাই সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেডিঘাট নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মির্জা নাজিম উদ্দিন খোকন, সহ সভাপতি লোকমান আহম্মেদ, সাধারন সম্পাদক মো. ফজলুল হক (বিনা প্রতিদ্বন্ধিতায়), যুগ্ন সম্পাদক মো. জসিম উদ্দিন সিকদার, অর্থ সম্পাদক মো. নুর কবির, সদস্য মো. জামাল উদ্দিন, মো. তরিক উল্ল্যাহ, ইমাম উদ্দিন ভুট্টো, মোহাম্মদ আলী। নির্বাচন কমিশনার সাগর চক্রবর্তী বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯৯ ভোটারের মধ্যে ৯৩ ভোট কাস্ট হয়েছে।