• July 27, 2024

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: গত তিন দিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ব্যাঙছড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে কৃষ্ণচুড়া গাছ পড়ে যান প্রায় একঘন্টা চলাচল বন্ধ থাকে। এতে দুরপাল্লার যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। পরে স্থানীয় বনবিভাগের সহায়তায় সড়ক থেকে গাছ সরানো হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের অনুরোধে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় ৩০০ পরিবার ১৫টি আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে।

গতকাল সকালে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা। আশ্রয় শিবিরে মঙ্গলবার রাতে খিচুরি খাওয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, তথ্য অফিসের মাধ্যমে প্রতিটি এলাকায় মাইকিং করা হয়েছে। সরকারী নির্দেশ না মানলে তাদেরকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে সাজা প্রদান করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post