কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার টুকরো খবর
মাদক সম্রাট মাঈন উদ্দিন আটক
কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সম্রাট ও পেশাদার মাদক ব্যবসায়ী মাঈন উদ্দিন প্রকাশ মাঈনুদ্দীন (৩২)’কে আটক করেন কাপ্তাই থানা পুলিশ। ধৃত মাদক সম্রাটকে গতকাল মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জনৈক মালেক ফকিরের ছেলে কুখ্যাত ইয়াবা সম্রাট ও পেশাপাদার মাদক ব্যবসায়ী মাঈন উদ্দিনকে ৩২ পিস ইয়াবা সহ আটক করা হয়। কাপ্তাই থানার এসআই গাজী মোহাম্মদ মোরশেদ আলম, এএসআই মাসুম বেপারী, এএসআই জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে বিশেষ কায়দায় তাকে আটক করা হয়। কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, মাঈন উদ্দিন একাধিক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
রওশন শরীফ তানি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন শরীফ তানি। এর আগে তিনি কাপ্তাই উপজেলা এবং রাঙ্গামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হন। রওশন শরীফ তানি শিক্ষকতার পাশাপাশি একজন সংগীত শিল্পি হিসাবে এতদঞ্চলে বেশ জনপ্রিয়। তিনি বাংলাদেশ বেতারের রবীন্দ্র সংগীত শিল্পি হিসাবে তালিকাভুক্ত। এছাড়া তিনি আবৃত্তি ও উপস্থাপনায় সমান পারদর্শী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) রওশন শরীফ তানি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক একাডেমি, উদীচী, কাপ্তাই আবৃত্তি একাডেমি সহ অনেক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। লোকসংগীত ও রবীন্দ্র সংগীতে জাতীয় পুরস্কার অর্জন করেছেন এবং আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। রওশন শরীফ তানি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিছ সহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
কাপ্তাইয়ে ইউনিয়ন পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় প্রতিযোগিতা
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার ৫টি ইউনিয়নের ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ ভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক প্রতিযোগী অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন, ৩ নং চিৎমরম ইউনিয়ন এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, তথ্য সেবা আপা তাহমিনা আক্তার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা। এদিকে ৪নং কাপ্তাই ইউনিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহের জাতীয় সংগীত প্রতিযোগিতা মঙ্গলবার কাপ্তাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই ভেন্যুতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ঝুলন দত্ত। ২ নং রাইখালী ইউনিয়নের আওতাধীন শিক্ষা পতিষ্ঠান সমুহের জাতীয় সংগীত প্রতিযোগিতা নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এখানে বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্ল্যা আল বাকের, কাপ্তাই ইসলামি মিশনের প্রোগাম অফিসার সাব্বির হোসেন, উপজেলা কানুনগো মনিরুল ইসলাম।
পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছের উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুমন র্শমা। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাছের উদ্দীন চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ তালুকদার, শিক্ষানুরাগী সদস্য ইসমাইল হোসেন তালুকদার, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন অজিত মল্লিক, মো. ইসমাঈল হোসেন, মো. কামাল উদ্দীন, নুরুল আবছার, নূর ভানু, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জন কুমার দে, উদয়ন বড়ুয়া, ইকবাল মাতব্বর, লাকী দাশ গুপ্তা, রোকসানা বেগম, রুমা রাণী দে, অরুন কুমার বড়ুয়া, ইমরান নাজির, কল্লোল দে, দিপু সিকদার প্রমুখ।