কাল অর্ধবেলা সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার: সন্ত্রাসী হামলায় ৭ নিহতের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে অর্ধবেলা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ(প্রসীত) সমর্থিত তিন পাহাড়ি সংগঠন। আধিপত্য বিস্তারের জেরে গত শনিবার সকালে খাগড়াছড়িতে স্বনির্ভর বাজারে বিবদমান দুই পাহাড়ি স্বশস্ত্র গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে ৬জন নিহত হওয়ার পর সর্বত্র থমথমের পরিস্থিতি বিরাজ করছে। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো কোন পক্ষ মামলা করেনি। শেষ পর্যন্ত কোন পক্ষ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবেন বলে তিনি জানান।