• February 19, 2025

কাল খাগড়াছড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামীকাল খাগড়াছড়িতে ই-পাসপোর্ট সেবা সার্ভিস উদ্বোধন এবং জেলার বিশেষ আইনশৃংখলা সভায় যোগ দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ তিনি খাগড়াছড়ি এসে পৌঁছবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের একটি সূত্র।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি সকাল ১১টায় খাগড়াছড়ির আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে খাগড়াছড়ি সহ আরও ৬টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর জেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগদান ও জেলা কারাগার পরিদর্শন করবেন।

সভায় সামরিক-বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ জেলার সকল সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post