• June 15, 2024

কাল খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ

ডেস্ক রিপোর্ট: আগামীকাল ২১ মার্চ ২০১৮ বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসুচি সফল করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন ।  পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনীর পৃষ্ঠপোষিত সন্ত্রাস বন্ধ, কুখ্যাত সন্ত্রাসী-দাগি খুনী-বিভিন্ন মামলার পলাতক আসামী তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগিদের গ্রেফতার এবং সেনা-মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অপহৃত এইচডব্লিউএফ-এর দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে এই কর্মসুচি পালন করা হবে।

কর্মসূচী সফল করতে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার যানবাহন সমিতি, মালিক সমিতি, জীব সমিতি, পরিবহন সমিতি, অটো রিক্সা, সিএনজি, মাহন্দ্রে সমিতি ও সকল নৌ যান মালিক-সমিতিসহ সর্বস্তরের জনগণ এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা প্রদানের জন্য সনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে। অবরোধ পালনকালে পরীক্ষার্থী বহনকারী গাড়ী, এম্বোলেন্স-রোগী বহনকারী গাড়ী, মিডিয়া-সাংবাদ কর্মীর গাড়ী, ফায়ার সার্ভিস ও জরুরী বিদ্যুৎ সরবরাহের গাড়ী আওতা মুক্ত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post